Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে নোবেল জয়ী নাইপলের কিছু সময়

প্রকাশিত: ২১ নভেম্বার ২০১৬, ০১:৫৭

 



জাবি লাইভ: সাহিত্যে নোবেল জয়ী স্যার ভি এস নাইপাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কিছু সময় কাটিয়েছেন। ঢাকায় লিট ফ্যাস্টিভ্যাল উপলক্ষে বাংলাদেশ সফর অবস্থায় তিনি রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেন।

এসময় তিনি বন্য প্রজাতি সংরক্ষণ কেন্দ্র সংলগ্ন জলাশয়ে সরালি, ঘারগিনি, নিশি বক, ধলা বকসহ নানা প্রজাতির পাখির জলকেলি, ডানা ঝাপটানো আর আকাশে উড়াউড়ি দেখে বিমুগ্ধ হন।

নোবেল বিজয়ী এই সাহিত্যিক বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হন। এবং বিকেলে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন। ক্যাম্পাস ত্যাগের আগে স্যার ভি এস নাইপল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আতিথেয়তা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।

এসময় তার সঙ্গে স্ত্রী নাদিরা পলও উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উপাচার্যের স্বামী কথা সাহিত্যিক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার  প্রমুখ উপস্থিত ছিলেন।


জাবি, ২০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ