Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ওয়াই-ফাই সেবা বঞ্চিত বিটেকের শিক্ষার্থীরা

প্রকাশিত: ২১ নভেম্বার ২০১৬, ০১:২২

 

বিটেক লাইভ: কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণে সংযোগ কাজ শেষ করার এক বছর পূর্ণ হলেও চালু হয়নি টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) ক্যাম্পাসের ওয়াই-ফাই সেবা।

জানা গেছে, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা বিতরণের লক্ষ্যে গত বছর নভেম্বর মাসে উচ্চগতিসম্পন্ন অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে কালিহাতী সদর উপজেলা থেকে বিটেক ক্যাম্পাস পর্যন্ত ওয়াই-ফাই সংযোগের লাইনের কাজ শেষ করা হয়।

কিন্তু বছর পেরিয়ে গেলেও সেবা থেকে বঞ্চিত রয়েছেন এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। ওয়াই-ফাই না থাকায় বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির ইন্টারনেটের প্যাকেজ উচ্চমূল্যে কিনতে হচ্ছে তাদের।

ইন্টারনেট সুবিধা না থাকার প্রসঙ্গে ৪র্থ বর্ষের ওয়েট প্রসেসিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আব্দুল আমিন বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন সরকারের। এ স্বপ্ন বাস্তবায়নে নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এক বছর আগে তারবিহীন ইন্টারনেটের কাজ শেষ হলেও সেবা থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদের। বিষয়টি নিয়ে বারবার বিটেক প্রশাসনকে বলার পরও কার্যকরী কোনো পদক্ষেপই নিচ্ছে না তারা। তাই বাধ্য হয়ে উচ্চমূল্যে সেবা কিনতে হচ্ছে আমাদের।"

শিক্ষার্থীরা জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারীতে স্থায়ী ক্যাম্পাসে বিটেক যাত্রা শুরু করে। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যার দারুন দাপ্তরিক কাজও চলছে ধীরগতিতে। সরেজমিন ঘুরে দেখা যায়, ওয়াই-ফাই সেবার জন্যে প্রায় তিন বছর আগে ক্যাম্পাসের মুক্তমঞ্চ ছয়দফা, আবাসিক হল, অ্যাকাডেমিক ভবনে রাউটার স্থাপন করা হয়। কিন্তু প্রয়োজনীয় রক্ষনাবেক্ষণ ও ব্যবহারের অভাবে সেগুলোও নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে।

১ম বর্ষের শিক্ষার্থী তামজিদা সুলতানা চৈতী বলেন, "বিশ্বকে হাতের মুঠোয় রাখতে ইন্টারনেট সেবার বিকল্প নেই। সর্বাধুনিক প্রযুক্তি, শিক্ষণীয় বিভিন্ন টিউটোরিয়াল ও নিত্যনতুন আবিষ্কারের খবর রাখতে হয় আমাদের। ইন্টারনেট ঘেঁটে বের করতে হয় অনেক পড়াশোনার খুঁটিনাটি অনেক বিষয়। সে ক্ষেত্রে ওয়াই-ফাই নেটওয়ার্ক সংযুক্ত হলে এই তথ্যগুলো অনেক সহজেই পেতাম।"

বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসলেও এই প্রতিষ্ঠানে ইন্টারনেটের প্রসার এখনো ঘটেনি। এর জন্যে ক্যাম্পাস প্রশাসনের উদ্যোগের অভাবকেই দায়ী করছেন শিক্ষার্থীরা।

৩য় বর্ষের শিক্ষার্থী জয়ন্ত সরকার বলেন, "ইন্টারনেট সুবিধা না থাকায় আমরা অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছি। শিক্ষার্থীর মেধাকে বিকশিত করতে ইন্টারনেট ব্যবহারের বিকল্প নেই। প্রশাসনের গাফিলতির কারণে এতো দিনেও সেবা পাইনি আমরা। বিটেকে তারবিহীন ইন্টারনেট সংযুক্তির দাবি এখন ক্যাম্পাসের সকল শিক্ষার্থীর।"

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এর টাঙ্গাইল শাখা কর্মকর্তা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আজিমুল হক তামিম জানান, "গত বছর আমরা কাজ শেষ করলেও আমাদের কাছে গত মাসে বিটেক প্রশাসন থেকে সেবা চালুর ব্যাপারে যোগাযোগ করেছে। এব্যাপারে দুটি আবেদন ফরম প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। ফরম দুটি হাতে পেলেই আমরা তড়িৎ ব্যবস্থা নেবো।"

এবিষয়ে জানতে চাইলে বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলাম বলেন, "প্রশাসনিক নানা জটিলতার কারণে এতো দিনেও ওয়াই-ফাই সেবা চালু করা সম্ভব হয়নি। বিটিসিএল কর্তৃপক্ষের সাথে এব্যাপারে যোগাযোগ করা হয়েছে। আশা করছি অনতিবিলম্বে পুরো ক্যাম্পাসজুড়ে ওয়াই-ফাই সেবা চালু করতে পারবো।"

তবে প্রশাসনের এমন আশ্বাসে ভরসা রাখতে পারছেন না শিক্ষার্থীরা। কেননা, এর আগেও কর্তৃপক্ষ বহুবার আশ্বাস দিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ডিজিটাল দেশে আর অ্যানালগ হয়ে থাকতে চান না তারা। তাই যতো দ্রুত সম্ভব এর বাস্তবায়ন চান প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা।

ঢাকা, ২০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ