Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাড়িতে বাবার লাশ রেখে অশ্রুভেজা পরীক্ষা ছাত্রীর!

প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০১৮, ০২:৩৪

ফরিদপুর লাইভ: সদরপুরে বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিল এক ছাত্রী। ওই পরীক্ষাথীর নাম তাহমিনা। বৃহস্পতিবার অশ্রুভেজা চোখে সে বাংলা আবশ্যিক প্রথমপত্র পরীক্ষা দিয়েছে।

বাবাকে হারিয়ে অনেকটা নির্বাহ হয়েও সহপাঠী ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহযোগিতায় ওই ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। এ ঘটনায় বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এক শোকের ছায়া নেমে এসেছে।

এক হাতে চোখ মুছে ও অন্য হাত দিয়ে খাতায় উত্তরপত্র লিখতে দেখা যায় তাহমিনাকে। সংবাদ পেয়ে সংশ্লিষ্ট পরীক্ষার সভাপতি ইউএনও পূরবী গোলদার ওই শিক্ষার্থীকে কেন্দ্রে গিয়ে শান্তনা দেন। এসময় আবেগ ঘন পরিবেশ বিরাজ করে ওই রুমে।

জানা যায়, তাহমিনার বাবা একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. তোফাজ্জেল হোসেন। সে সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মধ্য বাবুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে ওই শিক্ষক দুই কন্যা, এক ছেলে ও স্ত্রী লাইলি বেগমকে রেখে যান।


ঢাকা, ১ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ