Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাবিতে বিশ্ব জন্মনিয়ন্ত্রণ দিবস পালিত

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৬, ১০:৪০

জাবি লাইভ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে বিশ্ব জন্মনিয়ন্ত্রণ দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের স্বাস্থ্য বিষয়ক সংগঠন ‘হেলথ্ অ্যাওয়ারনেস ইউনিয়নে’র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফারজানা ইসলাম।

দিবসটি উপলক্ষে সোমবার বিকেলে এক বর্ণাঠ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ফারজানা ইসলাম বলেন, জন্মনিয়ন্ত্রনের সুফলের বার্তাগুলো প্রান্তিক জনগনের কাছে পৌছে দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে গুরুদায়িত্ব পালন করতে পারে।

হেলথ্ অ্যাওয়ারনেস ইউনিয়নের সভাপতি জাহিদুল হাসান বলেন, শিক্ষার্থীদের মাঝে জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল জব্বার হাওলাদার উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী জন্মনিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


ঢাকা,২৬ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ