Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির লাইব্রেরি ছুটির দিনসহ ২৪ ঘন্টা খোলা রাখার দাবি

প্রকাশিত: ১৭ নভেম্বার ২০১৬, ০৭:৩৫


ঢাবি লাইভ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সরকারি ছুটির দিনসহ ২৪ ঘণ্টা খোলা রাখাসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রাজনৈতিক ফেলো ও ঢাবি শাখা ছাত্রদল নেতা আরিফ হোসেনের উদ্যোগে ওই সংবাদ সম্মেলন করা হয়েছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস) কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর এ কে এম ওবায়দুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ওমর ফারুক সাফিন। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বি এম নাজিম মাহমুদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য সুলতানা জেসমিন জুই, কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মওদুদ আহমেদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাইমসহ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকেরা।

সংবাদ সম্মেলনে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবস্থাপনার সমস্যা সমূহ সমাধানে আন্তরিক হতে বিশেষত গ্রন্থাগারটি সরকারি ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় হলেও পড়াশোনার জন্যে খোলা রাখা ও গ্রন্থাগারটি ২৪ ঘণ্টাই পড়াশুনার জন্যে উন্মুক্ত রাখার উপর জোর দেন এবং যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি বলেন, ছাত্রদের ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকদের সাথে একমত, আমাদের ছাত্র বাড়লেও সুবিধা বাড়েনি। বড় বড় ভবন হয়েছে কিন্তু লাইব্রেরীর সুবিধা খুব কমই বৃদ্ধি পেয়েছে। যত দ্রুত সম্ভব ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনার সুযোগ করে দিতে কর্তৃপক্ষের আন্তরিক হওয়ার দাবি করেন ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরিফ হোসেন।

সম্মেলনে বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারটিতে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার বই ও জার্নাল রয়েছে। গ্রন্থাগারটিতে সব মিলিয়ে প্রায় ১২০০ পড়ার আসন রয়েছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেত্রিশ হাজারের অধিক ছাত্র-গবেষক, শিক্ষকদের জন্যে অপ্রতুল। কেন্দ্রীয় লাইব্রেরির অধীনে আরো কয়েকটি ছোট লাইব্রেরি রয়েছে তবে সব মিলিয়ে আসন ২০০০ এর বেশী নয়। লাইব্রেরিটির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের জ্ঞানচর্চায় বিষয় জড়িত। এই লাইব্রেরি ব্যবহার করেই ছাত্র-গবেষক ও শিক্ষকেরা তাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে বাংলাদেশকে পথ দেখাচ্ছেন, জাতি গঠনে ভূমিকা রাখছেন । কিন্তু ব্যবস্থাপনার কারণে লাইব্রেরিটির সুফল সুষমভাবে পাওয়া যাচ্ছে না।

লাইব্রেরিটি সকাল ৮:০০ টায় খুলে রাত ৯:০০ টায় বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকাল ৩:০০ টায় খুলে রাত ৮:০০ টায় বন্ধ হয়ে যায়। শনিবার সকাল ১০:০০ টায় খুলে রাত ৮:০০ টায় বন্ধ হয়ে যায়। এছাড়া সরকারি ছুটির দিনে লাইব্রেরিটি পুরোপুরি বন্ধ রাখা হয়। এতে জ্ঞানচর্চা বাধাগ্রস্ত হয়। বই পড়ার জন্যে নিদৃষ্ট কোন সময় থাকা উচিত নয়। বিশেষত ছুটির দিনেই অন্যান্য একাডেমিক কাজ না থাকায় নিরবিছিন্ন পড়াশুনার সুযোগ রয়েছে।

কিন্তু লাইব্রেরিটি বন্ধ থাকায় নিত্যদিন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের যারাই লাইব্রেরি ব্যবহার করেন তারা পড়াশোনার ক্ষেত্রে লাইব্রেরি ব্যবহার থেকে বঞ্চিত হন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারটি ২৪ ঘণ্টাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী, গবেষক ও শিক্ষদের পড়াশোনার জন্যে খোলা রাখা, সরকারি ছুটির দিনে বিশেষ ব্যবস্থায় ২৪ ঘন্টা খোলা রাখা, নিরবিচ্ছিন্ন বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা, গ্রন্থাগার এলাকাকে যথা সম্ভব নিরিবিলি ও শব্দ দূষণমুক্ত রাখা, গ্রন্থাগার এলাকায় যেকোন মিটিং মিছিল বা শব্দ উৎপাদন করে এমন যেকোন বস্তুর ব্যবহার নিষিদ্ধ করা, গ্রন্থাগার এলাকা ও গ্রন্থাগারের ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা ও নতুন এক্সটেনশন নির্মাণ করে পড়াশোনার জন্য আরো আসন বৃদ্ধি করার দাবি করা হয়।



ঢাকা, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ