Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে উদীচী'র তৃতীয় সম্মেলন

প্রকাশিত: ১৬ নভেম্বার ২০১৬, ২২:৩৫

 

নজরুল বিশ্ববিদ্যালয় লাইভ: “জনতার ঐক্য, দানবের দস্তকে ভাঙবেই” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উদীচী শিল্পীগোষ্ঠী সংসদের তৃতীয় সম্মেলন এর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

বুধবার, বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, একই স্থানে এসে শেষ হয়।

কেন্দ্রীয় উদীচীর সম্পাদক মণ্ডলির সদস্য ইকবালুল হক খান ও হালিমা নূর পাপন সহ কয়েকজন কার্যকরী সদস্য ও বিভিন্ন সংসদ থেকে আগত অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উদীচীর নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান সম্মেলনের উদ্বোধন করেন। কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটি গঠন করার পাশাপাশি দুজন গুণী শিল্পী পণ্ডিত সুনীল ধর এবং বিবেক সম্রাট শ্রী গৌরাঙ্গ আদিত্য’কে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সম্মেলনে গুণীজন সম্মাননা প্রদান করে বিশ্ববিদ্যালয়ের উদীচী। এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

সাংস্কৃতিক ও সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

 

মায়মানসিংহ, ১৬, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ