Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ড্যাফোডিলে ৬৫ শিক্ষকের প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বার ২০১৬, ০৬:২৯

লাইভ প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল-২০১৬ সেমিষ্টারে একসাথে সর্বোচ্চ সংখ্যক ৬৫ জন পূর্ণকালীন শিক্ষক যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সিটিটিউটের আয়োজনে ফল-২০১৬ সেমিস্টারে যোগদানকৃত এই ৬৫ জন পূর্ণকালীন শিক্ষকের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, আশুলিয়ায় অনুষ্ঠিত হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ভিসি প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রো-ভিসি প্রফেসর ড. এস এম মাহবুব-উল হক মজুমদার, পরিচালক, প্রশাসন মোহাম্মদ ইমরান হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সবুর খান বলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময়েই ভালো কার্যক্রমকে স্বাগত জানায় এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার গুনগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং গুনগত শিক্ষা প্রদান ও গবেষণা কার্যক্রমের জন্য শিক্ষকদের সব ধরনের সুযোগ সুবিধা প্রদানেও বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।

তিনি বলেন শিক্ষার্থীদের শুধু পাঠ দান নয় সাথে নৈতিক মূল্যবোধ সম্পন্ন একজন যোগ্য মানুষ তৈরির কারিগর হিসেবে আপনারা অগ্রনী ভূমিকা পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সুযোগ সুবিধা কাজে লাগিয়ে এবং এর সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে নবাগত শিক্ষকদের দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি স্মরণ করিয়ে দেন যে, শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। সততা নিষ্ঠা আর সঠিক শিক্ষা পদ্ধতি প্রয়োগ এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি প্রফেসর ড. এস এম মাহবুব-উল হক মজুমদার বলেন, নবনিযুক্ত শিক্ষকদের উপর বিশ্ববিদ্যালের প্রত্যাশা অনেক বেশি। জ্ঞান হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিস, তাই শিক্ষকদেরকে অবশ্যই বেশি করে জ্ঞান আহরণ করতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে তাদের জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে নবাগত শিক্ষকরা তাদের মূল্যবান মতামত, পরামর্শ ও পরিকল্পনার কথা তুলে ধরেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগামীর পথচলায় শিক্ষার্থীদেরকে তাদের সর্বোচ্চ জ্ঞান বিলিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

//ঢাকা, ১১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ