Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয়: হাইকোর্ট

প্রকাশিত: ৫ ডিসেম্বার ২০১৭, ০২:০৭

 


লাইভ প্রতিবেদক: ‘জয় বাংলাকে’ কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারের প্রতি এ রুল জারি করেন।

৭২ ঘণ্টার মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বশির আহমেদ।

‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান ঘোষনার করার রুল চাওয়া হয়েছিল রিট আবেদনে। আদেশ পাওয়ার পর আইনজীবী বশির আহমেদ বলেন, ‘জয় বাংলা’ কোন দলের স্লোগান নয়।

এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান। এই স্লোগানকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না এই মর্মে আমরা রিট করেছিলাম। আদালত শুনানি শেষে রায় দিয়েছেন।


ঢাকা, ০৪ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ