Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এসআই তাহমিনার মৃত্যু: স্বামী শ্রীঘরে

প্রকাশিত: ১ ডিসেম্বার ২০১৭, ০৩:৫৮


লাইভ প্রতিবেদক: পুলিশের এসআই তাহমিনার রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ । স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন তাহমিনার বাবা আব্দুস সালাম।

বৃহস্পতিবার এ মামলায় মোবারক হোসেনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। এছাড়া তাহমিনার মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ওই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা স্বামীর পরকীয়ার জের ধরে তাহমিনা আত্মহত্যা করে থাকতে পারেন।তার স্বামীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যাবে বলে ধারনা করছেন এই পুলিশ কর্মকর্তা।

গত ২৫ নভেম্বর শনিবার রাত ৯টার দিকে সাভার মডেল থানার ভেতরে অবস্থিত পুলিশ কোয়ার্টারের ৪ তলা একটি ভবনের নিচতলার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশের এসআই তাহমিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের স্বামী মোবারক হোসেন পাশের একটি কক্ষে নিজের সন্তানকে খাওয়াচ্ছিলেন। মোবারক হোসেন বেসরকারী ডেভলপার কোম্পানিতে চাকুরী করতেন। তাদের তানভীর হোসেন (৫) ও মাহেরা নামে পাঁচ মাসের দুটি সন্তান রয়েছে।


ঢাকা, ৩০ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ