
সুনামগঞ্জ লাইভ: বাড়ির জায়গা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে অপর চাচাতো বোন খুন হয়েছেন। শনিবার (২৭ মে) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভিমকালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত চাচাতো বোনের নাম জেসমিন বেগম (৩৫)। তিনি মল্লিকপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকপুর গ্রামের জেসমিন বেগম ও চাচা মাহমুদ আলীর বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। শনিবার দুপুরে জেসমিন বেগম বাড়ির সীমানা নির্ধারণ করতে গেলে চাচা মাহমুদ আলী বাধা দেন। পরে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে জেসমিনের চাচাত ভাই আশিকুল দা দিয়ে জেসমিনের গলায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে পরিবারের অন্য সদস্যরা জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুর নাসের বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত চাচা মাহমুদ আলীকে আটক করা হয়েছে। ঘাতক আশিকুলকে আটকের চেষ্টা চলছে। এছাড়া লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৭ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ
আপনার মূল্যবান মতামত দিন: