Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

মিরপুরে এএসপির লাশ উদ্ধার

প্রকাশিত: ২২ জুন ২০১৭, ০১:৫৮

 

লাইভ প্রতিবেদক: মিরপুরে এএসপির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

তিনি হাইওয়ে পুলিশের সাভার সার্কেলে কর্মরত ছিলেন। তার নাম মিজানুর রহমান তালুকদার (৫০)। 

এএসপি মিজানুর রহমানের বাসা উত্তরা ৫ নম্বর সেক্টরে। ভোর ৬টায় বাসা থেকে বের হওয়ার পর আর যোগাযোগ ছিল না বাসার সাথে। 

দুপুরের দিকে হাইওয়ে দিয়ে একটা বাস যাওয়ার সময় ডেডবডি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। 

এসময় পুলিশ তার লাশের সঙ্গে থাকা দু’টি মোবাইল ফোনও উদ্ধার করে। মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। 

পুলিশ কর্মকর্তারা জানান, নিহত মিজানুর রহমান ভোর পাঁচটার দিকে বাড়ি থেকে বের হন। তার নামে অফিসিয়াল কোনও গাড়ি ইস্যু করা ছিল না। একারণে তিনি ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে অফিসে যেতেন। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, প্রাইভেট কারটি তার বাড়ির গ্যারেজেই রয়েছে। তার সঙ্গে থাকা ব্যাগের ভেতরে পুলিশের  ইউনিফর্মের শার্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি অফিসে গিয়ে ইউনিফর্মের শার্ট পড়েন। কিন্তু গাড়ি ছাড়া তিনি কেন বের হলেন তার কোনও উত্তর পাওয়া যাচ্ছে না। 

পুলিশের একজন কর্মকর্তা জানান, মিজানুর রহমানের লাশ পাওয়ার পর তার পরিবারের সদস্যদের জানানো হলেও তার স্ত্রী বা সন্তানের কেউ ঘটনাস্থলে আসেননি। এই বিষয়টি সন্দেহজনক। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনও ঝামেলা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

ঢাকা, ২১ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ