Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

তল্লাশির নামে ছাত্রীর সঙ্গে এ কেমন আচরণ পুলিশের!

প্রকাশিত: ২১ জুন ২০১৭, ০৫:০৯

 

লাইভ প্রতিবেদক: তল্লাশির নামে ছাত্রীর সঙ্গে এ কেমন আচরণ করলেন পুলিশের এএসআই। সাদা পোশাকে ও মহিলা পুলিশ ছাড়া কোন নারীর ব্যাগ তল্লাশির নিয়ম না থাকলেও তিনি তল্লাশি করেছেন। 

তল্লাশির নামে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণও করেন। ঘটনাস্থলে ছাত্রীর ভাই গেলে তার সঙ্গেও খারাপ আচরণ করেন। ওই ঘটনায় অভিযুক্ত পুলিশের এএসআইকে বরখাস্ত করা হয়েছে। ওই ছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী।    

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী পাবনার চাটমোহর পাওয়ার জন্য পদ্মা এক্সপ্রেসের ছ বগিতে উঠেন। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে রোববার বিকেল ওই বগিতে সাদা পোশাকে রেলওয়ে পুলিশের (জিআরপি) রাজশাহী থানার এএসআই নজরুল ইসলাম ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে। এ সময় ওই যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

ওই নারী যাত্রীর বড় ভাই থানায় এসে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক তদন্ত করে সত্যতা পাওয়া যায়। লিখিত অভিযোগের ভিত্তিতে গত রোববার রাতে রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ সুপার মৌখিকভাবে তাকে বরখাস্তের আদেশ দেন। পরে সোমবার তার কাছে বরখাস্তের লিখিত চিঠি নজরুল ইসলামের কাছে পাঠানো হয়েছে বলে জানান জিআরপির রাজশাহী থানার ওসি আকবর আলী। 

তিনি বলেন, মহিলা পুলিশ ছাড়া কোন নারীর ব্যাগ তল্লাশির নিয়ম নেই। আর সাদা পোশাকে গিয়ে কোনো যাত্রীর ব্যাগ তল্লাশি করারও নিয়ম নেই। সে ক্ষেত্রে তিনি দু’টি অপরাধ করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগও উঠেছে।

 

ঢাকা, ২০ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ