Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বুটেক্সে শৌচাগারে ঢুকে ছাত্রীর ভিডিও ধারণ,কর্মচারী আটক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ২১:২৪

বুটেক্স শৌচাগারে ঢুকে ছাত্রীর ভিডিও ধারণ

বুটেক্স লাইভ: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) একটি একাডেমিক শৌচাগারে ঢুকে ছাত্রীর ভিডিও ধারণের সময় আটক হয়েছেন এখলাস নামে সেখানকার কর্মচারী। ঘটনার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভবনের তৃতীয় তলায় ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রীদের শৌচাগারে এই ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনা আটক হওয়ার খাওয়ার পর অন্য শিক্ষার্থীদের জেরার মুখে হাতে থাকা ব্যক্তিগত মোবাইল দিতে বাধ্য হন এখলাস। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় অপ্রীতিকরভাবে তোলা ছাত্রীদের ফুটেজও তার মোবাইল ফোনে পাওয়া যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মশিউর রহমান খান বলেন, ‘এ সংক্রান্ত লিখিত অভিযোগ পেয়েছি। এরই পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল বডির সভায় ওই কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আমরা থানায় লিখিত অভিযোগ দেবো। পরবর্তীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তৎপর থাকবো।’

ঢাকা, ২২ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ