Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্কুলশিক্ষকের দুই শতাধিক ফলের গাছ কেটে দিলো দুর্বৃত্ত

প্রকাশিত: ২১ ডিসেম্বার ২০২২, ০৫:০৩

স্কুলশিক্ষকের দুই শতাধিক ফলের গাছ কেটে দিলো দুর্বৃত্ত

মাগুরা লাইভ: মানুষ এতো খারাপ হয় এটা ভাবতেও অবাক লাগে। কোন ঘটনাকে কেন্দ্র করে গাছ কাটার কি সম্পর্ক? এটা এলাকাবাসীর কোন ভাবেই বুঝে আসছে না। মাগুরার মহম্মদপুরে গাছ থেকে বরই ছেড়াকে কেন্দ্র করে এক স্কুলশিক্ষকের দুই শতাধিক ফলের বরই (আপেল কুল) এবং পেয়ারা গাছ রাতের আঁধারে কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত।

এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষক। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বাগানে গিয়ে এ অবস্থা দেখতে পান মহম্মদপুর উপজেলার খর্দ্দফুলবাড়ি গ্রামের স্কুলশিক্ষক সরাফত মোল্ল্যা।

এদিকে ক্ষতিগ্রস্ত শিক্ষকের ভাষ্যমতে, বাগান থেকে বরই ছেড়াকে কেন্দ্র করে রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে শিক্ষক সরাফত মোল্ল্যার ছেলে তানিম আহমেদের সঙ্গে স্থানীয় বখাটে তানজিদ, হাসিব ও আরজুর কথা-কাটাকাটি হয়।

এসময় তারা বাগান নষ্ট করার হুমকি দিয়ে চলে যান। মঙ্গলবার সকালে শিক্ষক সরাফত মোল্ল্যা বাগানে গিয়ে দেখতে পান তার দুই শতাধিক ফলন্ত বরই ও পেয়ারা গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলেছে।

এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সরাফত মোল্ল্যা। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কোন দোষীকে ছাড় দেয়া হবে না।

ঢাকা, ২০ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিনয়


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ