Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
নিউমার্কেটে সংঘর্ষ: পরিচয় গোপন করে আবাসিক হোটেলে চাকরির চেষ্টা

নানান নাটকীয়তার কক্সবাজার থেকে সজীব ও বাপ্পী গ্রেপ্তার

প্রকাশিত: ৬ মে ২০২২, ০৫:২১

সজীব ও বাপ্পী গ্রেপ্তার

লাইভ প্রতিবেদক: হাজারো চেষ্টা ব্যর্থ। কোন চেষ্টাই টেকেনি। অবশেষে বন্দি হলো গোয়েন্দা জালে। নিউ মার্কেটে সংঘর্ষের দাগী ক্রিমিনাল বলে চিহিৃত দুই হোটেল বয় কে গ্রেপ্তার করা করেছে র‌্যাব। আবারো প্রমাণ হলো আন্তরিকতা আর চেষ্টা করলে ক্রিমিনালকে গ্রেপ্তার করা সম্ভব। এরা হলো বাপ্পী ও সজীব। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নিউমার্কেটের দোকান-মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে নাহিদ ও মুরসালিন নামে দুজন মারা যান।

সংশ্লিস্টরা জানায়, ওই ঘটনায় আরও তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে অন্যতম হলো বাপ্পী ও সজীব। দুজনই সংঘর্ষের অন্যতম হোতা। ঘটনার পর বাপ্পি ও সজীব কক্সবাজারে আত্মগোপন করেন এবং নিজের পরিচয় লুকানোর জন্য তারা লম্বা চুল কেটে ছোট করে। কক্সবাজারের আবাসিক হোটেলে চাকরির চেষ্টা চালিয়েও সফল হয়নি।

এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন গ্রেফতার ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কক্সবাজার ও শরীয়তপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‌্যাব।

তারা হলেন মোয়াজ্জেম হোসেন সজীব (২৩), মেহেদি হাসান বাপ্পী (২১) ও মাহমুদুল হাসান সিয়াম (২১)। পরের দুজন সংঘর্ষের সূত্রপাত করেন। প্রথমজন হত্যাকাণ্ডে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেদিনের সহিংসতা ও হত্যাকাণ্ডে তাদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে। র‌্যাবের সংবাদ সম্মেলনে জানায়, মূলত গত ১৮ এপ্রিল নিউমার্কেটে পাশাপাশি দুটি ফাস্টফুডের দোকানের কর্মচারীদের মধ্যে ইফতারি বিক্রয়ের টেবিল বসানো নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রতিশোধপরায়ণ হয়ে দোকানের কর্মচারী সজীব ও বাপ্পি ফোন করে কিছু দুষ্কৃতকারীদের আসতে বলেন।

দুষ্কৃতকারীরা ওই স্থানে পৌঁছলে পুনরায় ওই দুই দোকানের কর্মচারীদের মধ্যে মারামারি হয়। মারামারি কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল কৌশলে গুজব ছড়িয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে। এতে নিউমার্কেট এলাকায় ছাত্র ও কর্মচারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিবিধ তথ্য ও কন্টেন্ট ছড়িয়ে ইন্ধন দেওয়ার ফলে উত্তেজনা চরম সহিংসতার রূপ নেয়।

এই ঘটনায় নাহিদ (১৮) নামে একজন কুরিয়ার সার্ভিসকর্মী ও মুরসালিন (২৬) গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন মারা যান। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বসহকারে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ফলে র্যাব জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতরাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-২ ও র‌্যাব ৩-এর যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা সহিংসতা এবং হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে দেন।

র‌্যাবের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতার বাপ্পি ও সজীব নিউমার্কেটের ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারী ছিল। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, রাজধানীর নিউমার্কেটের ক্যাপিটাল ফাস্টফুড এবং ওয়েলকাম ফাস্টফুডের কর্মচারীদের মধ্যে গত ১৮ এপ্রিল ইফতার বিক্রির টেবিল বসানো নিয়ে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। পরে তারা পরিচিত কিছু দুষ্কৃতকারীকে মোবাইলে ফোন দিয়ে ডেকে আনেন।

রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১০-১৫ জন দুষ্কৃতকারী এসে ক্যাপিটাল ফাস্টফুড দোকান কর্মচারীদের মারধর করে। এ সময় অন্যান্য দোকানের কর্মচারী আক্রমণ প্রতিহতের চেষ্টা চালায়। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে ব্যাপক আকারে সংঘর্ষ হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের কাছ থেকে আরো তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

ঢাকা, ০৫ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ