Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফারইষ্টের চেয়ারম্যানের বিরুদ্ধে হুলিয়া ও সম্পত্তি ক্রোকের নির্দেশ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৭, ০০:৪৭



লাইভ প্রতিবেদক: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নজরুল ইসলামের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আদালতে হাজির না হওয়ায় তাকে পলাতক বিবেচনা করে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে ।


বীমা দাবির টাকা না পেয়ে গ্রাহকের করা এক মামলায় আদালত এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী । রোববার রাজবাড়ীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

অন্য আসামি ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোজাম্মেল হকের জামিনের মেয়াদ পরবর্তী তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।


আদালত সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান । ১৮ এপ্রিল ডাকযোগে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয় ঢাকার পল্টন থানায়। তবে পল্টন থানা জানায়, গ্রেফতারি পরোয়ানা তারা পায়নি।


সূত্র মতে, বীমা দাবি বাবদ ২৫ লাখ ২০ হাজার টাকা পাওনা পরিশোধ না করায় ফারইষ্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে দণ্ডবিধি ৪১৮/৪২০ ধারায় মামলা করেন রাজবাড়ী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম বাবু। মামলা নং-সি/আর ১৭৩/১৭।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী সাংবাদিকদের জানান, আদালতে হাজির না হওয়ায় আদালতের দৃষ্টিতে তিনি পলাতক। এ বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ৮৭ ও ৮৮ ধারা মতে নজরুল ইসলামের বিরুদ্ধে হুলিয়া জারির আদেশ দেন ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ মামুন। আদেশে আরও বলা হয়েছে, পুলিশ প্রয়োজন হলে তার মালামাল ক্রোক করতে পারবে ।

 

ঢাকা, ২৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ