Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

খানসামায় প্রক্সি দিতে গিয়ে ভুয়া পরীক্ষার্থী আটক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭, ২৩:৩৭



লাইভ প্রতিবেদক: দিনাজপুরের খানসামায় পাকেরহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে কারিগরী শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় অন্যের পক্ষে পরীক্ষা দিতে এসে হাতেনাতে আটক হয়েছে দুই ভুয়া পরীক্ষার্থী ।


এইচ এস সি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে মোঃ মোশারফ হোসেন(২৩) ও মোঃ রুবেল ইসলাম নামে দুজন ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদন্ড দিয়েছে খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান।
ভুয়া পরীক্ষার্থী দুজন চিরিরবন্দরের গোছাহার গ্রামের জহরুল ইসলাম ও হামিদুল ইসলামের ছেলে।


নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাজেবুর রহমান জানান ৬ই এপ্রিল বৃহস্পতিবার চলমান কারিগরী শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ৩য় দিনের কম্পিউটার এ্যাপ্লিকেশন পরীক্ষায় পাকেরহাট ডিগ্রী কলেজ কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দিচ্ছিল। এ সময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মান্নান তাদেরকে সন্দেহ করেন।


পরে পরীক্ষার কাগজপত্র যাচাই করে  দেখা যায় এবারের গোয়ালডিহি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী আ:হাকিম ও মোঃ মনিরুল ইসলামের বদলি হিসেবে মোঃ মোশারফ হোসেন ও মোঃ রুবেল ইসলাম প্রক্সি পরীক্ষা দিচ্ছে  তাদেরকে পাবলিক পরীক্ষা অপরাধে ১৯৮০ ধারায় এক বছর করে  কারাদণ্ড দেওয়া হয়।

 

ঢাকা, ০৬ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ