Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শিক্ষকের কলমের খোঁচায় রক্তাক্ত শিক্ষার্থী

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৭, ০৫:১৬

 


আব্দুর রহমান, সাতক্ষীরা : একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা জি.এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর হাতে কলম দিয়ে খোঁচা মেরে রক্তাক্ত এবং ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, ‘গত ৩ এপ্রিল বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাশেদুজ্জামান তার সহপাঠিকে একটি কাগজের টুকরা ছুড়ে মারে। পরে ঐ শিক্ষার্থী বিদ্যালয়ের মামুন স্যারের কাছে জানালে মামুন স্যার রাশেদুজ্জামানকে হাই বেঞ্চের উপর হাত রেখে কলমের মুখ খুলে খোঁচা মারে এবং রাশেদুজ্জামানের হাত দিয়ে রক্ত বের হতে থাকে। তখন মামুন স্যার ঐ শিক্ষার্থীকে ধাক্কা মেরে ফেলে দেয়।’

এ ব্যাপারে মামুন স্যারের সুষ্ঠু বিচারের দাবীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি অভিযোগ করা হয় এবং গত ৪ এপ্রিল সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ জমা দিয়েছে শিক্ষার্থী’র মা মোছা. রাশিদা বেগম।

শিক্ষার্থী রাশেদুজ্জামানের মা রাশিদা বেগম জানান, ‘আমার ছেলেকে আইন বহির্ভূতভাবে আঘাত করা হয়েছে। আমি উক্ত শিক্ষকের বিচার চাই। যাতে তিনি আর কোন শিক্ষার্থীর উপর এ ধরনের আঘাত না করে।’

বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশীদ হোসেন বলেন, বিষয়টি আসলে একটি তুচ্ছ ঘটনা। এতে ঐ শিক্ষার্থীর তেমন কিছু হয়নি। যা আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে ঘটনাটি সত্য বলে স্বিকার করেন তিনি।

এ ব্যাপারে পুরাতন সাতক্ষীরা ফাঁড়ির এ.এস.আই রাজু বলেন, ‘এ ব্যাপারে ওসি (তদন্ত) স্যার আমার কাছে একটি অভিযোগ দিয়েছেন। আমি বিষয়টি তদন্ত পূর্বক জমা দেব। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

 

ঢাকা, ০৫ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ