Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাজধানীতে ১৪ ক্লিনিক বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১১ সেপ্টেম্বার ২০১৮, ২১:৩১

লাইভ প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড ও খিলজি রোডে অবস্থিত অবৈধ/লাইসেন্সবিহীন ১৪ ক্লিনিক ও হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।


এর আগে একটি মানবাধিকার সংগঠনের পক্ষে আইনজীবী মনজিল মোরশেদ এ রিট আবেদন করেন। রিটে ‘৫০০ মিটারের মধ্যে ২৬ হাসপাতাল’ শীর্ষক একটি পত্রিকার প্রতিবেদনও সংযুক্ত করেন।

লাইসেন্সবিহীন এসব হাসপাতাল ও ক্লিনিক পরিচালনাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং পরিচালনাকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ‘৫০০ মিটার ২৬টি, ১৪টিই অবৈধ হাসপাতাল’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে এ রিট আবেদন করেন প্রকাশিত হয় হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর আইনজীবী মনজিল মোরসেদ।

 


ঢাকা, ১১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ