Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রসহ ৪ জন না ফেরার দেশে

প্রকাশিত: ২ সেপ্টেম্বার ২০১৮, ০৩:৪৮

নেত্রকোনা লাইভ: মায়ের দোয়া পরিবহন নামের একটি বাস কেড়ে নিয়েছে কলেজছাত্রসহ চার যুবকের প্রাণ। বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কাঁঠালতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে বাসটি চাপা দিলে প্রাণ হারান তারা। এমন ঘটনা ওই এলাকায় আর ঘটেনি।

এলাকাবাসী জনিয়ি নিহতরা হলেন কেন্দুয়া ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র শরীফুল ইসলাম (২০) উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের রবিকুল ইসলামের ছেলে ছিলেন শরীফ। একই ইউনিয়নের কুতুবপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে নাজির উদ্দিন (২৭), উপজেলার বলাইশিমুল (চকপাড়া) গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে সিএনজিচালক জামাল মিয়া (৩৫) ও মোহনগঞ্জ উপজেলার চেচরাখালী ইউনিয়নের সোয়াইর গ্রামের আবদুল হান্নান মাস্টারের ছেলে মুরাদ হোসেন (১৮)।

এতে মারাত্মক আহত হয়েছেন গোলাম রব্বানী (২২), জসিম (৪০) ও শাকিব (২০) নামের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ঘটনাস্থল থেকে ৪ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

নিহত ওই চার পরিবারে চলছে শোকের মাতম। এব্যাপারে থানায় মামলা হয়েছে।


ঢাকা, ০১ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ