Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ভুয়া চিকিৎসক আটক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০১৮, ২১:২৯

লাইভ প্রতিবেদক: সাইফুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইফুল ইসলাম বরিশালের বানারীপাড়ার কুমারপাড়া গ্রামের মো. নূরুজ্জামানের ছেলে।

জানা গেছে, তিনি গত এক বছর ধরে নিজেকে কখনো ইন্টার্ন চিকিৎসক, কখনো মেডিকেল অফিসার হিসেবে দাবি করে গলায় একটি স্টেথোস্কোপ ঝুলিয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটে রাউন্ড দিয়ে আসছিলেন। এ সময়ে তিনি রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা নিতেন।

ক্যানসার বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. তরিৎ কুমার সমাদ্দার সাইফুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করায় সাইফুলের প্রতারণার বিষয়টি ধরা পড়ে যায়। সাইফুল মূলত বরিশাল নগরীর সাগরদী ইসলামি আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেছেন।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানা যায়, হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক পরিচয়কারী সাইফুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


ঢাকা, ২৮ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ