Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিলেটে ছাত্র দলের দু'গ্রুপে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ১২ আগষ্ট ২০১৮, ২০:১৬

সিলেট লাইভ: অভ্যন্তরীন কোন্দলের জের ধরে ছাত্রদল নেতা ফয়জুর রহমান রাজু (৩২) নিহত হয়েছেন। শনিবার রাত ১০টায় কুমারপাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তারা হচ্ছেন, জাকির হোসেন উজ্জল ও লিটন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

জানা গেছে, নিহত ব্যক্তি রাজু সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহপ্রচার সম্পাদক।
সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির ঘটনাও ঘটে। মোটরসাইকেল যোগে নগরের কুমারপাড়া এলাকায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় যান ছাত্রদলকর্মী উজ্জ্বল, রাজুসহ তিনজন।

আরিফুল হককে বাসায় পৌঁছে দিয়ে ফেরার সময় তিনজন একই মোটরসাইকেলে করে ফিরছিলেন। গলির ভেতর থেকে কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন গলির মুখে আসা মাত্র শাহি ঈদগাহের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে ছাত্রদলের কয়েকজন এসে তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা স্টাম্প, দাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এতে পদবঞ্চিত ছাত্রদলের তিন নেতাকর্মী গুলিবিদ্ধ হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধনি অবস্থায় রাজু মারা যান। গুলিবিদ্ধ উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

 


ঢাকা, ১২ অাগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ