Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোটা সংস্কার, আন্দোলনরতদের বিনামূল্যে আইনি সহায়তা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৮, ০৬:৪৭

লাইভ প্রতিবেদক : কোটা সংস্কারে প্রজ্ঞাপনের দাবিতে আন্দোলনরতদের বিনামূল্যে আইনী সহায়তা দেয়ার অঙ্গীকার করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবিরা। তারা আন্দোলনের কারণে মামলায় জর্জরিতদের পাশে থাকার ইচ্ছা পোষণ করেছেন। সুপ্রিমকোর্টের ২০ জন আইনজীবি কোটা সংস্কার আন্দোলনকারীদের আইনি সহায়তা দেয়ার অঙ্গীকার করে সোমবার সংবাদ সম্মেলন করেছেন। সুপ্রীমকোর্টের বিজ্ঞ আইনজীবি হাসনাত কাইয়ুম ওই দলের নেতৃত্ব দিচ্ছেন।

সোমবার সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, আন্দোলনকারীদের মধ্যে যারা গ্রেফতার হয়েছেন কিংবা যারা গ্রেফতার আতঙ্কে আছেন তারা চাইলে আইনি সহযোগিতা দিতে তারা প্রস্তুত। তারা সুপ্রিম কোর্টের ২০ জন আইনজীবী আলোচনা করে একত্রিত হয়েছেন। আন্দোলনকারীদের মধ্যে হয়রানির শিকার হওয়া ছাত্রদের পরিবারের সদস্যরা যোগাযোগ করলে তারা সহযোগিতা করবেন। প্রয়োজনে নিম্ন আদালতে গিয়েও সহযোগিতা করা হবে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের আইনি সহায়তার ঘোষণা দেওয়া আইনজীবীদের মধ্যে আছেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট আইন্নুনাহার সিদ্দিকা, ব্যারিস্টার অনীক আর হক, অ্যাডভোকেট ড. কাফী, জাহেদ ইকবাল, শাহরিয়ার শাকির, আনোয়ার রেজা, হুমায়ুন কবির, হাসান আরিফ চৌধুরী, পারভেজ হাশেম, উৎপল বিশ্বাস, আবেদা গুলরুখ, নাসিম আহমেদ, আরিফুল হক, দিগ্বিজয় চন্দ প্রমুখ।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। এনময় তাদের গ্রেফতার করে মামলায় জড়ানো হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের শীর্ষ নেতা রাশেদকে আইসিটি মামলায় রিমান্ডে নেয়া হয়েছে। এসব নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন সুপ্রীম কোর্টের আইনজীবীরা।

ঢাকা, ০৩ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ