Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ফুলবাড়ীয়ার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০১৬, ২২:৩১

 


ময়মনসিংহ লাইভ: জেলার ফুলবাড়ীয়ায় কলেজ সরকারীকরণের দাবিতে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে দুই জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পুলিশের উপর হামলা ও সরকারী কাজে বাঁধা দেওয়ার কারণে অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামী করে মামলা করা হয়।

তবে রবিবার এঘটনা ঘটার পর থেকে এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের জান-মালের নিরাপত্তার জন্য জোরবাড়ীয়া হতে ভালুকজান রাস্তা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল ৯টায় এ নির্দেশনা জারি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে। এসব স্থানে যে কোন ধরনের সভা, সমাবেশ, জনসমাগম নিষিদ্ধ। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার বিষয়টি জানিয়েছেন।

রোববার রাতে ফুলবাড়ীয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিক বাদী হয়ে মামলাটি করেছেন।

উল্লেখ্য, ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে রোববার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মারা যান ওই কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও মাছ-বিক্রেতা সফর আলী।

অধ্যাপক আবুল কালামের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তবে সফর আলীর ভাই হযরত আলী বাদী হয়ে রোববার রাতে অপমৃত্যুর মামলা করেছেন।



ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ