Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২১ মার্চ ২০১৮, ০৩:৩৬

লাইভ প্রতিবেদক: শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভর আদালতে বাদী হয়ে মামলাটি করেন ব্যবসা প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম।

আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী বাদীর জবানবন্দি নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজ আশুলিয়ার জিরাবোর ঘোষবাগ এলাকায় গ্রামীণ ব্যাংকের জন্য বালু ভরাটের কাজ করে। বালু ভরাট বাবদ গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে বাদী ছয় কোটি ৮৫ হাজার ৮৯ হাজার চার টাকা পান। কিন্তু বার বার টাকা দেয়ার কথা বললেও টাকা দিতে গড়িমসি করে গ্রামীণ টেলিকম ট্রাস্ট।

মামলায় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস ছাড়াও আরো তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান এবং প্রতিষ্ঠানটির অপর দুই কর্মকর্তা জহিরুল ইসলাম ও আসাদুজ্জামান।

ঢাকা, ২০ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ