Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জামিন পেয়েছেন অস্ত্রধারী ছাত্রলীগের সেই দুই নেতা

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০১৬, ০৪:৪০

 



লাইভ প্রতিবেদক: ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোড়ার ঘটনার মামলায় জামিন পেয়েছেন ছাত্রলীগের বহিষ্কৃত সেই দুই নেতা। রাজধানীর গুলিস্তানে ওই ঘটনাটি ঘটেছিল।

ঢাকার মহানগর হাকিম খুরশীদ আলম গত বৃহস্পতিবার শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। তবে জামিনের বিষয়টি মঙ্গলবার প্রকাশ পায়।

জামিন পাওয়া দুই আসামি হলেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আশিকুর রহমান। এই দুই আসামির বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ (৩০৭) দন্ডবিধির কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।

আদালত তার আদেশে বলেছেন, আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তাই তাদের জামিন দেওয়া হলো।

আলোচিত ঘটনায় দুই আসামির জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তবে পুলিশের নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান জামিনের বিরোধিতা করেছেন বলে জানা গেছে।

চাঞ্চল্যকর সব মামলায় পুলিশ প্রসিকিউশনের পক্ষে থেকে মহানগর পিপি শুনানি করে থাকেন। এ মামলার জামিন শুনানিতে মহানগর পিপিকে জানানো হয়নি বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পিপি আবদুল্লাহ আবু ক্যাম্পাসলাইভকে বলেন, ‘এমন একটি মামলায় আসামিদের জামিন হয়েছে মঙ্গলবার আমি জেনেছি। বৃহস্পতিবার আসামিদের জামিন হয়েছে বা শুনানি হবে তা আমাকে জানানো হয়নি।’

তিনি বলেন, সাধারণত বিচারাধীন মামলার সময় সংশ্লিষ্ট আদালতের পিপিরা উপস্থিত থাকেন। জামিনের মামলায় বিরোধিতা করে আদালতের প্রসিকিউশন পুলিশ। এ মামলার রেকর্ড দেখে পরবর্তী ব্যবস্থা নেবেন বলে জানান এই আইনজীবী।

মামলায় আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাহাদত হোসেন ভূঁইয়া। তিনি ঢাকা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক। শুনানিতে আসামি পক্ষ থেকে বলা হয়, দুই আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। কে কাকে গুলি করেছেন, তাও মামলায় উল্লেখ নেই। গুলির কোনো খোসা উদ্ধার হয়নি। ধারাটি জামিনযোগ্য। তাই তাদের জামিন দেওয়া হোক। শুনানি শেষে আদালত দুই আসামির তিন হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

রাতে সাহাদত হোসেন ভূঁইয়া ক্যাম্পাসলাইভকে বলেন, 'কবে, কার পক্ষে জামিনের জন্য শুনানি করেছি- এ মুহূর্তে মনে পড়ছে না।'

ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন ও আশিকুর রহমানের পক্ষে জামিনের জন্য শুনানি করেছেন কি-না সে বিষয়ে তার স্মরণ নেই বলে জানান এই আইনজীবী।

জানা গেছে, আদালতে দাখিল করা আসামিদের আত্মসমর্পণের আবেদনে এই আইনজীবীর নাম রয়েছে।

গত ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

একপর্যায়ে ওই যুবকদের মধ্যে সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। যার ছবি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। এরপর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দুইজনকে সংগঠন থেকে বহিস্কার করে।

এ ঘটনায় পুলিশের এসআই আবদুল মান্নন এবং একজন হকার ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে শাহবাগ ও পল্টন থানায় পৃথক মামলা করেন।

মামলার পর শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ মাঠে কাজ করছে। পুলিশের এই তৎপরতার মধ্যে তাদের চোখ ফাঁকি দিয়ে ওই দুই আসামি বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে জামিন নিয়েছেন।



ঢাকা, ২২, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ