বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী
Published: 2020-07-27 19:09:31 BdST, Updated: 2021-01-19 10:54:56 BdST

লাইভ প্রতিবেদক: মধ্যরাতে প্রেমিকের হতধরে পালিয়ে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে যায় এক স্কুলছাত্রী। এসময় পথিমধ্যে তারে পথরোধ করে আটকিয়ে ওই স্কুলছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে বখাটে যুবকদের বিরুদ্ধে।
জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের ওই কিশোরী তার প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার উদ্দেশ্যে যাচ্ছিল। প্রেমিককে হাত-পা বেঁধে রেখে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ পাঁচ অভিযুক্ত এবং প্রেমিক শিমুল মিয়াকে আটক করেছে।
এঘটনায় অভিযুক্তরা হলো, কাজীপাড়া নাওভাংগা গ্রামের এনামুল হক, রেজাউল ইসলাম, ধলু মিয়া, সুমন মিয়া ও সাদ্দাম ওরফে সুজন কাজী।
ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী ও তার প্রেমিক পুলিশের কাছে ঘটনা খুলে বললে পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজন এবং শিমুল মিয়াকে আটক করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঢাকা, ২৭ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই