Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বজ্রপাতে প্রাণ গেল দুই স্কুলশিক্ষার্থীর

প্রকাশিত: ২৪ মে ২০২৩, ০২:২১

বজ্রপাতে প্রাণ গেল দুই স্কুলশিক্ষার্থীর

লাইভ প্রতিবেদক: দেশের পৃথক স্থানে বজ্রপাতে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন কৃষকসহ কয়েকজন
মঙ্গলবার সুনামগঞ্জের ধর্মপাশা ও নরসিংদীতে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে ওমর ফারুক (১৩) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টার দিকে উপজেলার ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নের সিমেরখাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন কালাচাঁন মিয়া (৬৫), আবুল কাশেম (৫০) ও শাহীন (১৩)। আর মৃত ওমর ফারুক বাদেহরিপুর গ্রামের মো. আলিম উদ্দিনের ছেলে। সে জয়শ্রী উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে একটি ধানবোঝাই নৌকা সিমেরখাল এলাকায় পৌঁছালে বজ্রপাতে বাদেহরিপুর গ্রামের কালাচাঁন মিয়া, আবুল কাশেম, শাহীন ও ওমর আহত হয়। তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও ওমর ফারুককে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওমরকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে। আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী গণমাধ্যমকে বলেন, বজ্রপাতে ঘটনাস্থলে চারজন আহত হয়। একজনকে অনেক খোঁজাখুঁজির পর মৃত উদ্ধার করা হয়। অন্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে নরসিংদীতে ফুলবল খেলতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।

জানা গেছে, জেলার রায়পুরা উপজেলায় দুপুর ২টার দিকে নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরে বাড়ির সামনের মাঠে ফুটবল খেলছিলেন কয়েকজন কিশোর। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে জাবেদ, আনোয়ার হোসেনের ছেলে শিমুল (১১) হোসেন মিয়ার ছেলে রিয়াজুল (১২) ও শাহআলম এর ছেলে হাসান (১১) আহত হয়। এদের মধ্যে জাবেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিলক্ষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান শামীম বলেন, বাচ্চারা মাঠে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। খেলতে গিয়ে এমন বাচ্চা মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


ঢাকা, ২৩ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ