Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় স্কুলছাত্রী নিহত

প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩, ২৩:৫৮

প্রতিকী ছবি

খাগড়াছড়ি লাইভ: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ সোমবার সকালে উপজেলার গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাসাপ্রু মারমা (৭) এ দুর্ঘটনার শিকার হয়।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার কন্যা মাসাপ্রু মারমা দ্বিতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থী। সে সোমবার সকাল ৯টায় গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশবাহী (ঢাকা মেট্রো-ছ-৭১-১৬৮১) অ্যাম্বুলেন্সের নিচে পড়ে যায়। এতে ওই ছাত্রী গুরুতর আহত হলে তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মহিউদ্দিন মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর জনতা তাৎক্ষণিক উত্তেজিত হয়ে উঠলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ে পালিয়ে যান চালক।

প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমি অফিসে বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চেঁচামেচি শুনে বের হয়ে দেখি, রাস্তায় অসংখ্য মানুষ আর কালো পিচঢালা রাস্তা রক্তে একাকার! কীভাবে কী হলো, বুঝে উঠতে পারছি না।’

স্কুলে ছাত্রী নিহতের খবর পেয়ে থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেন। এ সময় তিনি জানান, লাশের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে পুলিশ।

এদিকে মেধাবী শিক্ষার্থীর অকালমৃত্যুতে সহপাঠী অনেকে সংক্ষুব্ধ ও মর্মাহত হয়ে ক্লাস না করে বাড়ি ফিরে গেছে।

 

ঢাকা, ৩০ জানুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএফ

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ