teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ২২শে মার্চ ২০২৩, ৮ই চৈত্র ১৪২৯
teletalk.com.bd
thecitybank.com

ঘন কুয়াশা, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত: ২৬ ডিসেম্বার ২০২২, ১০:২৪

ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী লাইভ: ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ভোর ৬টা ১০মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ।

তবে ফেরি চলাচল বন্ধ থাকলেও দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় তেমন যানবাহনের সারির সৃষ্টি হয়নি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সালাউদ্দিন জানান, গতকাল রোববার দিবাগত রাত থেকে নদী ও সড়ক পথে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সোমবার ভোর থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদী পথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা ১০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় দৌলতদিয়া প্রান্তে ৫টি ফেরি নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

ঢাকা, ২৬ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ