Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

নাশকতা রুখতে বুড়িগঙ্গা নদীতে নৌ পুলিশের মহড়া

প্রকাশিত: ১০ ডিসেম্বার ২০২২, ০৫:৫৬

বুড়িগঙ্গা নদীতে নৌ পুলিশের মহড়া

জবি লাইভ: রাজধানীর সদরঘাট থেকে বিভিন্ন রুটে বুড়িগঙ্গা নদীতে মহড়া চালিয়েছে সদরঘাট নৌ পুলিশ। জলযান চলাচল স্বাভাবিক রাখতে ও আসন্ন বিজয় দিবস উপলক্ষ্যে যেকোনো ধরনের নাশকতা রুখতে এই মহড়া চালানো হয়েছে বলে জানা গেছে। মহড়ার নেতৃত্ব দেন অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পংকজ চন্দ্র রায়।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে বুড়িগঙ্গা নদীর সদরঘাট, বাবুবাজার ব্রিজ থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত এ মহড়া চলে।

মহড়া শেষে পংকজ চন্দ্র রায় বলেন, "রাজধানীর সদরঘাট টার্মিনালের পাশে বাবুবাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজের নদীবন্দর সদরঘাট নৌ পুলিশের অধীনে। আমরা যেকোনো বড় প্রোগ্রামের আগে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করি। সদরঘাট থেকে যেকোনো জলযান যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে তার জন্যেই আমাদের এই মহড়া। এই মহড়া বিএনপির সমাবেশের কারণে এমনটা না।"

তিনি আরও বলেন, আমাদের কার্যক্রম দিনদিন উন্নত হচ্ছে। আমাদের টহলের জন্য কিছু বোট সংকট রয়েছে তারপরেও আমরা কাজ করে যাচ্ছি।

এসময় সদরঘাট নৌ পুলিশ থানার ওসি শফিকুর রহমান খান জানান, লঞ্চ ও বিভিন্ন জলযান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মাঝেমাঝে মহড়া পরিচালনা করি, তারই ধারাবাহিকতায় আজকের এই মহড়া।

ঢাকা, ০৯ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আরআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ