Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি!

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০২২, ০৫:২৭

আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

ব্রাহ্মণবাড়িয়া লাইভ: আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনের পরপরই চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এসময় এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে এখনও আহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। রবিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরপর ভয়ে শত শত নেতাকর্মী ঘটনাস্থল ত্যাগ করেন। তবে সম্মেলনের কার্যক্রম চলছিল। জানা যায়, রবিবার দুপুরে উপজেলার নবীনগর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। অতিথিবৃন্দ মঞ্চে আসার পরপরই উপস্থিতিদের একাংশের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় শান্ত থাকতে মাইকে বারবার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এভাবে ৫ মিনিটের মতো চেয়ার-ছোড়াছুড়ি চলে। এরপর পরিস্থিতি শান্ত হয়।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, এবাদুল করিম বুলবুল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার প্রমূখ।

ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ