
ঝালকাঠি লাইভ: গোটা বিশ্বজুড়ে এখন চলছে বিশ্বকাপের ফুটবল উন্মাদনা। যা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সর্বত্র। এদিকে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। এ নিয়ে সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই অংশ হিসেবে উৎসবে মেতেছে ঝালকাঠির ব্রাজিল সমর্থকরা।
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সমর্থকরা প্রায় ২৫০ ফুটের পতাকা নিয়ে আনন্দ র্যালি করেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগড়ি বাজারে গিয়ে শেষ হয়। এ সময় ব্রাজিল সমর্থকরা তাদের প্রিয় দলের জার্সি গায়ে বাঁশি বাজিয়ে এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
এসময় ব্রাজিলের সমর্থকরা জানান, কাতার বিশ্বকাপের তাদের প্রিয় খেলোয়াড় নেইমার নিজেকে বিশ্বের কাছে নতুন ছন্দে তুলে ধরবেন। ব্রাজিল দল এবার কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে কাপ নিয়ে ঘরে ফিরবে। এজন্য প্রিয় ব্রাজিল দলের সফলতা কামনা করে এবারের বিশ্বকাপ ট্রফি জয়ের প্রত্যাশা সমর্থকদের।
এদিকে বাগড়ি বাজারে ২৫ ফুট বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ খেলা দেখার আয়োজন করা হয়েছে।
ঢাকা, ২৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড
আপনার মূল্যবান মতামত দিন: