Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০২২, ০১:১৪

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা

চট্টগ্রাম লাইভ: চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারখানার দক্ষিণ প্রান্তে অ্যামোনিয়া প্ল্যান্টের রিফর্মার পাইপ ফেটে এ আগুন লাগে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানার কর্মীরা জানান, রিফর্মার পাইপলাইনটি পুরোনো হওয়ায় ফেটে গিয়ে আগুন ধরে যায়। পাইপটি যথা সময়ে পরীক্ষা-নিরীক্ষা করে সংস্কার করলে আজ এ দুর্ঘটনা ঘটত না।

এদিকে আগুন লাগার ঘটনার সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণকর্মী ও পাশের কাফকো সার কারখানার একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার উৎপাদন বন্ধ আছে।

এ বিষয়ে কারখানার অতিরিক্ত প্রধান রসায়নবিদ প্রদীপ কুমার নাথ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

ঢাকা, ২২ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ