Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিলেটে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, নারীসহ হাসপাতালে ৩০

প্রকাশিত: ১৬ নভেম্বার ২০২২, ০৮:৩৩

সিলেটে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষ

সিলেট লাইভ: সিলেটে বিলের (জমি) নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে নারীসহ দু'পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের ছোটারি সেনগ্রামের দু'পক্ষের লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিলের নিয়ন্ত্রণ নিয়ে গ্রামের খালিক ও হানিফের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে কমপক্ষে ৩০জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন- কলেজছাত্র কায়ছার আহমদ, জুবের আহমদ, লোকমান আহমদ, আব্দুল করিম, আলা উদ্দিন, তোতা মিয়া, নিজাম উদ্দিন, কলিম উল্লাহ, আব্দুর রহমান, মরিয়ম বেগম, আব্দুল্লাহ, নুরুল হক, আলকাছ আলী, হোসেন মিয়া, সাইফুল আলম, আব্দুন নুর, আলী আহমদ প্রমুখ।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যায়। পরে ইউপি চেয়ারম্যান বাহারুল আলমসহ গণ্যমান্য ব্যাক্তিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। পরে দুপুরে পুলিশের উপস্থিতিতে উভয় পক্ষ নিয়ে সমঝোতা বৈঠক করেন জনপ্রতিনিধিরা। এ বিষয়ে বিকাল পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, বিল নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। আমি ঘটনার পর আহতদের দেখতে ও চিকিৎসার খবর নিতে হাসপাতালে যাই। সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়েছি। তিনি আরো বলেন, আহতরা সুস্থ হয়ে বাসায় ফিরলে আমরা এ বিষয়টা নিয়ে বসবো।

এ বিষয়ে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘাটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

ঢাকা, ১৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ