Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাজিবপুরের ভারত-বাংলা সীমান্ত হাট খুলছে ৩০ নভেম্বর

প্রকাশিত: ১৬ নভেম্বার ২০২২, ০৬:০৮

ভারত-বাংলা সীমান্ত হাট

কুড়িগ্রাম লাইভ: দীর্ঘ তিন বছর ধরে বন্ধ কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় অবস্থিত ভারত-বাংলা সীমান্ত হাট। এতে আয়-রোজগারের পথ বন্ধ হারিয়ে অসহায় হয়ে পড়ে ব্যবসায়ীসহ হাট সংশ্লিষ্ট সকলেই। বন্ধের পর থেকেই তারা হাটটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। এবার তাদের দাবি পুরন হচ্ছে। করোনা মহামারির কারণে বন্ধ থাকা বর্ডার হাটটি আগামী ৩০ নভেম্বর খুলে দেওয়া হবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলাদেশ-ভারত দুই দেশের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম ও ভারতের দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক জি ক্ষারমাওফ্লাং এ তথ্য জানিয়েছেন।

আলোচনা সভায় বাংলাদেশের পক্ষে অংশ নেন কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তী, রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার। অপরদিকে ভারতের পক্ষে থেকে অংশ নেন দক্ষিণ আমপাতি জেলা প্রশাসক জি ক্ষারমাওফ্লাং, অতিরিক্ত জেলা প্রশাসক কে সাংমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীমতী লিনা।

এ ছাড়াও দুই দেশের বিজিবি, বিএসফ ও বর্ডার হাটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেডআই//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ