Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

আইএমএফের টাকা না পেলে দেশ রসাতলে যাবে এমনটা নয়

প্রকাশিত: ৮ নভেম্বার ২০২২, ০৭:০৯

আইএমএফের টাকা না পেলে দেশ রসাতলে যাবে এমনটা নয়

রংপুর লাইভ: আইএমএফের টাকা না পেলে দেশ রসাতলে যাবে এমনটা নয়। সরকার অন্যকিছু ভাবতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে অর্থ মন্ত্রণালয় কাজ করছে। আইএমএফের টাকা না পেলে দেশ যে রসাতলে যাবে তেমনটা কিন্তু নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (৫ নভেম্বর) সকালে রংপুরের লেক ভিউ পার্ক সিটি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেছেন তিনি।

টিপু মুনশি বলেন, সবদিক বিবেচনা করে আইএমএফের সঙ্গে আলোচনা হচ্ছে। যদি প্রয়োজন পড়ে এ জন্য একটা নিরাপত্তার ব্যবস্থা করা। তিনি আরও বলেন, আগামী বছর দেশে দুর্ভিক্ষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় তিনি এক ইঞ্চি জমিও অনাবাদী না রাখার আহ্বান জানিয়েছেন দেশের মানুষের প্রতি। তার মানে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে, আমরা যেন সবাই সতর্ক থাকি এবং সর্বোচ্চ ফলনের চেষ্টা করি।

একইভাবে আইএমএফের ব্যাপারটাও তাই। একটা সিকিউরিটির ব্যবস্থা করা। আমরা আশাবাদী আইএমএফ টাকা দেবে এবং এতে আমাদের কোনো সমস্যা হবে না। টিপু মুনশি বলেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধি ও কমানো নিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে কথা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বিদেশে পোশাক রফতানির বিষয়ে বলেন, এ মুহূর্তে পোশাক রফতানি একটু নিম্নমুখী। যেটা গত দু-তিন মাস আগেও সর্বোচ্চ ছিল। তবে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এ নিম্নমুখী ধারাটা থাকবে না। এখন যে স্লোনেসটা আছে সেটা পূরণ হয়ে যাবে। নিত্যপণ্যের দাম নিয়ে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, এ নিয়ে সরকার সচেষ্ট থাকলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এজন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্য দপ্তরগুলো সজাগ আছে। এ সময় রংপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সকলেই মন্ত্রীর এসব কথাকে স্বাগত জানিয়েছেন।

ঢাকা, ০৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএল


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ