Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

৫৮ বছর বয়সে বিয়ে করলেন বিএনপির সাবেক এমপি

প্রকাশিত: ৫ নভেম্বার ২০২২, ২৩:০৪

মাসুদ অরুণ ও আমেনা খাতুন

চুয়াডাঙ্গা লাইভ: জীবনের ৫৮ বছর অতিবাহিত করার পর তার মনে হল বিয়ে করার কথা। এবার বিয়ে পিঁড়িতে বসেই গেলেন। তার নাম- মাসুদ অরুণ। তিনি হলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গায় মাসুদ অরুণের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহম্মদ আলীর বড় ছেলে। তার সহধর্মীনির নাম আমেনা খাতুন। তিনি এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

আনন্দঘন এই বিবাহ অনুষ্ঠানে পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ৫৮ বছর বয়সে বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন অনেকেই।

ঢাকা, ০৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ