Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৪ঠা ডিসেম্বর ২০২৩, ২০শে অগ্রহায়ণ ১৪৩০
teletalk.com.bd
thecitybank.com

গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতনের ছবি ভাইরাল, শাশুড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২২, ০৭:৫৩

গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন

কুমিল্লা লাইভ: গাছের সঙ্গে দুই হাত বেঁধে গৃহবধূকে নির্যাতনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। গতকাল বুধবার (২৬ অক্টেবর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ধামতী ইউনিয়নের কোরেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সারাদিন ছবিটি ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। ছবিটি দেখে ওই গৃহবধূকে উদ্ধার করে তার শাশুড়িকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার থানা পুলিশের ওসি কমল কৃষ্ণ ধর এ তথ্য জানায়।

ওসি কমল কৃষ্ণ ধর জানান, শাশুড়ি ও ননদ ওই গৃহবধূকে বাড়ির পাশে খাল থেকে বাঁশ তুলতে বলেছিল। সেটা না করায় তাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটানো হয়। কে বা কাহারা ছবিটি ফেসবুকে পোস্ট করায় বিষয়টি সবার নজরে আসে। পরে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানায়, গৃহবধূর শাশুড়িকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা, ২৭ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ