Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঘূর্ণিঝড়ের মধ্যেই জন্ম, নাম রাখা হল সিত্রাং

প্রকাশিত: ২৭ অক্টোবার ২০২২, ০৬:১৭

ঘূর্ণিঝড়ের মধ্যে জন্ম নেওয়া শিশু ‍সিত্রাং

নোয়াখালী লাইভ: ঘূর্ণিঝড় সিত্রাং যখন গোটা বাংলাদেশকে নাড়িয়ে তুলেছে ঠিক তখনই নোয়াখালীতে জন্ম নেয় এক কন্যাশিশু। নবজাতক ওই শিশুর নাম রাখা হলো ‘সিত্রাং’। রোববার (২৩ অক্টোবর) রাতে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে এ শিশুর জন্ম হয়। পরে আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি প্রকাশ্যে আনেন সিত্রাংয়ের মা ফারজানা আক্তার।

স্থানীয় ও ফারজানার পরিবার সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হয়। এতে বেড়িবাঁধসহ সমস্ত এলাকা পানিতে প্রায় ডুবে গেছে। কোনোরকমে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ঘরের চৌকিতে ঠাঁই নেন অন্তঃসত্ত্বা ফারজানা আক্তার (৩৩)। রাতেই প্রসব বেদনা ওঠে তার। বৃষ্টি ও জোয়ারে পানিতে ঘরে মেঝে তখন ডুবে গেছে। চৌকিও ডুবে যাওয়ার মতো পরিস্থিতি, এমন মুহূর্তে স্থানীয় এক ধাত্রীর সহযোগিতায় কন্যাসন্তানের জন্ম দেন অন্তঃসত্ত্বা ফারজানা। পরে ওই কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ‘জান্নাতুল ফেরদৌস সিত্রাং’। ফারজানা হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর এলাকার মো. শরিফ উদ্দিনের স্ত্রী।

ফারজানা জানান, আমার স্বামী নদীতে কাজ করেন। তিনি ছাড়া ঘরে আর কোনো পুরুষ নাই। প্রচণ্ড বৃষ্টিতে ঘরের চৌকির ওপরে আশ্রয় নিয়েছি। প্রসব বেদনায় মনে হচ্ছিল আর বাঁচব না। পরে প্রতিবেশী এক ধাত্রীর সহযোগিতায় আমার কন্যার জন্ম হয়েছে।

ফারজানা আরো জানান, আমার মেয়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় জন্ম নিয়েছে। তাই তার নাম ‘সিত্রাং’ রেখেছি। কোথাও নেটওয়ার্ক নাই, তাই কাউকে সন্তানের কথা জানাতে পারিনি। তিনটা ছেলের পর রাজকন্যা সিত্রাংয়ের জন্ম হয়েছে।

সিত্রাংয়ের দাদি নুর জাহান বলেন, তুফানের দিন নাতিন হয়েছে। আমরা ডাক্তারের কাছে নিতে পারি নাই। নরমালে হয়েছে।

এ বিষয়ে হরণী ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতার হোসাইন বলেন, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে তাদের বাড়িতে যেতে বলছি। তিনি বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন। বর্তমানে মা ও শিশু দু’জনই সুস্থ আছে।

ঢাকা, ২৬ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ