
লাইভ প্রতিবেদক:
ঘুর্ণঝড় সিত্রাংয়ের কারণে ঢাকা ময়মনসিংহ সহাসড়কের গাজীপুর অংশে জলাবদ্ধতা তৈরি হওয়ায় রাজধানীর খিলক্ষেতসহ উত্তরা-বিমানবন্দর এলাকায় দেখা দিয়েছে ব্যাপক যানজট। তাই জরুরি প্রয়োজন ছাড়া ওই পথ ব্যাবহার না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ কথা বলা হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মো. আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলছে। সিত্রাংয়ের কারণে সৃষ্ট বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করছে। আমরা আশা করছি কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।
এর আগে, সোমবার রাত ৯টায় ভোলার পাশ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় সিত্রাং। কিন্তু সকাল থেকেই উপকূলীয় এলাকাসহ দেশের অধিকাংশ এলাকায় ছিল বৃষ্টি। ঝড়ের বিপদ কাটার পর সকালে বৃষ্টি থামলেও রাজধানীর বিভিন্ন সড়কে জমে থাকা পানি সাধারন জনগণকে ভোগান্তিতে ফেলেছে।
ঢাকা, ২৫ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম
আপনার মূল্যবান মতামত দিন: