Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

হাসপাতালের আনসাররা পেটালো এএসআই ও তার স্ত্রীকে

প্রকাশিত: ২৫ অক্টোবার ২০২২, ০৭:৫৬

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

বগুড়া লাইভ: বগুড়ায় এক হাসপাতালের আনসার সদস্যদের বিরুদ্ধে সাহিদুল ইসলাম নামের এক এএসআইকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি থাকা নিজের ছেলের কাছে যেতে চাইলে সাহিদুল ইসলাম নামের ওই এএসআইকে বাধা দেন হাসপাতালের আনসার সদস্যরা। এ সময় আনসার সদস্যদের সাথে তাঁর বাগ্‌বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তিনি পিটুনির শিকার হন। এতে বাধা দিতে গেলে তাঁর স্ত্রীও মারধরের কবলে পড়েন।

ভুক্তভোগী এএসআই সাহিদুল ইসলাম বলেন, আমার দেড় মাস বয়সী ছেলে সিয়াম মাহমুদ নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় চার দিন আগে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করি। তখন থেকে স্ত্রী রুমা খাতুনসহ আমরা হাসপাতালেই অবস্থান করছিলাম। আজ (সোমবার) সকালে একটা কাজে ওয়ার্ডের বাইরে যাই। আধা ঘণ্টা পর ফিরে এলে আমাকে ভিতরে প্রবেশ করতে আনসার সদস্য শফিকুল ইসলাম বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে অন্য আনসার সদস্যরা মিলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করেন। এ অবস্থায় আমার স্ত্রী এগিয়ে এলে তাঁর গালে থাপ্পড় দেন তারা। পরে অন্য রোগীর স্বজনরা এগিয়ে এসে আমাদের উদ্ধার করেন।

আহত এএসআই সাহিদুল সিরাজগঞ্জের চৌহালি থানায় কর্মরত। চৌহালির ওসি হারুনুর রশিদ জানান, সন্তানের চিকিৎসার জন্য এএসআই সাহিদুল ছুটি নিয়েছেন। তাঁকে মারধরের খবর পেয়ে আমি বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপারকে জানিয়েছি।

এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, ঘটনাটি বগুড়ার পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। তিনি বিষয়টি দেখছেন।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালকের রুমে উভয় পক্ষের উপস্থিতিতে বৈঠক বসলে দোষী আনসার সদস্যরা সাহিদুলের কাছে ক্ষমা চান। এ সময় মারধরে জড়িতদের বিচার চাইলে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসিন বিষয়টি পরে দেখবেন বলে সাহিদুলকে আশ্বস্ত করেন।

ঢাকা, ২৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ