
নড়াইল লাইভ: নড়াইলের লোহাগড়ায় উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছের ডাল ভেঙে পড়ে মর্জিনা বেগম নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে৷ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাগেরহাট জেলার নিহত মর্জিনা বেগম (৩২) ছেলে জিহাদকে (১১) নিয়ে দীর্ঘদিন লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আবদুল গাফফারের বাড়িতে ভাড়া থাকেন। সেখানে থাকাকালীন সময়ে বিভিন্ন মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি৷
প্রতিদিনের মতো আজ দুপুরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয় মর্জিনা বেগম৷ পথে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের পল্লীসঞ্চয় ব্যাংকের অদূরে পৌঁছালে একটি মেহগনি গাছের ডাল ভেঙে মাথার ওপর পড়লে গুরুতর আহত হন তিনি৷ আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে৷
ঢাকা, ২৪ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ
আপনার মূল্যবান মতামত দিন: