Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
রেলস্টেশনে ভাঙচুর...

খুলনায় বিএনপির অজ্ঞাত ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৪ অক্টোবার ২০২২, ০০:৪৯

রেলস্টেশনে ভাঙচুর

খুলনা লাইভ: খুলনায় সমাবেশকে কেন্দ্র করে রেলস্টেশনে মুখোমুখি পুলিশ-বিএনপি এসময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে স্টেশনের দরজার গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় নাম উল্লেখ না করে বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে শনিবার রাতে খুলনা জিআরপি থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, গতকাল শনিবার বিএনপির গণসমাবেশে আসা অনেক নেতাকর্মী রেলস্টেশনের ভেতরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ তাদেরকে বাইরে যাওয়ার আহ্বান জানালে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে দুপুরে তারা মেইন গেট, বুকিং কাউন্টার ও সার্ভার রুমের ১৬টি গ্লাস ভাঙচুর করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে খুলনা জিআরপি থানার ওসি খবির আহমেদ জানান, মামলার এজাহারে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ১৭০ জনের কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা, ২৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ