Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

খুলনায় মুখোমুখি পুলিশ-বিএনপি, রেল স্টেশন ভাঙচুর

প্রকাশিত: ২২ অক্টোবার ২০২২, ২২:৫৪

খুলনায় মুখোমুখি পুলিশ-বিএনপি

খুলনা লাইভ: খুলনার সমাবেশে বিএনপির আগত নেতাকর্মীদের বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা রেল স্টেশনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন এবং স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।

রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশকে খবর দিলে বিএনপি নেতাকর্মীরা আরো উত্তেজিত হয়ে ওঠে।

দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক পুলিশ স্টেশনে অবস্থান নিয়েছেন। বিপরীত দিকে অবস্থা নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতাকর্মীরা।

এ বিষয়ে কেএমপির অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন জানান, সমাবেশে আসতে কাউকে বাধা দেয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

ঢাকা, ২২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ