Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রংপুর ইটভাটায় বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১২ অক্টোবার ২০২২, ০৪:২৯

ফাইল ছবি

রংপুর লাইভ: ইটভাটায় কাজ করার সময় বজ্রপাত হলে পাঁচ শ্রমিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশ মাইল বিটিসি এলাকার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানা পুলিশের ওসি আব্দুল আউয়াল এ তথ্য জানিয়েছেন। মৃতরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল ইসলাম (২২), চকনদী গ্রামের মো. শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), একই গ্রামের আলামিন মিয়ার ছেলে শাহাদাত মিয়া (২২) ও আয়তাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।

কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্বপাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

এ বিষয়ে ওসি আব্দুল আউয়াল জানান, বিকেলে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বিটিসি এলাকার বকুল ব্রিকস নামে ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বজ্রপাতে পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। এর কিছু সময় পর ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।

ঢাকা, ১১ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ