Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com
জনমনে আতঙ্ক

মিয়ানমার বাহিনীর গোলার শব্দে কাঁপছে উখিয়া সীমান্ত

প্রকাশিত: ২১ সেপ্টেম্বার ২০২২, ০৮:১৩

মিয়ানমার বাহিনীর গোলার শব্দে কাঁপছে উখিয়া সীমান্ত

কক্সবাজার লাইভ: মিয়ানমার বাহিনীর গোলার শব্দে এবার কাঁপছে কক্সবাজারের উখিয়া সীমান্ত। নতুন করে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত এলাকায়। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। এতে আতঙ্ক ছড়িয়ে পরেছে এলাকাটির মানুষের মনে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার পর মর্টারশেলের মতো ভারি অস্ত্রের গোলার শব্দে কেঁপে ওঠে পালংখালী এলাকা।

উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘুমধুম সীমান্তের পর এবার নতুন করে আমার ইউনিয়নের আঞ্জুমান সীমান্তে মিয়ানমারের ওপারে ভারি গুলির শব্দ শোনা যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

সম্প্রতি নাফ নদী ঘেঁষা সীমান্তের এই অংশে ওপার থেকে গত ১৬ সেপ্টেম্বর রাতে প্রথম গুলির শব্দ শোনা যায়। তবে কিছুটা স্বাভাবিক থাকলেও সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ও সন্ধ্যায় বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর মঙ্গলবার সকাল থেকেই সেখানে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্তের বাসিন্দা আব্দুল আজিজ বলেন, গণমাধ্যমে বেশ কয়েক দিন ধরেই খবর পাচ্ছি সীমান্তে গোলাগুলি চলছে। মঙ্গলবার সকালে আমাদের আঞ্জুমান সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের এলাকার মানুষের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

তবে এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা, ২০ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ