Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বজ্রপাতে প্রাণ গেল চারজনের

প্রকাশিত: ৪ মে ২০২২, ০৫:৩২

ফাইল ছবি

টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া : দেশের বিভিন্ন এলাকায় ঈদুল ফিতরের দিন মঙ্গলবার সকালে বজ্রপাতে চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন কিশোর। এদিন সকালে টাঙ্গাইলের কালিহাতীর হতিয়া নদীতে তিন কিশোর গোসল করতে নামে। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বজ্রপাতে আহত হয়েছে গোসল করতে যাওয়া আরও দুজন।

টাঙ্গাইলের কালিহাতীর দশকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মালেক ভুঁইয়া জানান, ঈদের নামাজ পড়ার আগে সকালে তারা নদীতে গোসল করতে গিয়েছিল। এসময় প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। গোসল করার সময় হঠাৎ বজ্রপাতে এলাকার রবিউলের ছেলে আরিফ (১৫) ঘটনাস্থলেই মারা যায়।

আহত অবস্থায় আব্দুর রাজ্জাকের ছেলে রফিক (১৪) এবং জুলহাসের ছেলে ফয়সালকে (১৬) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় বজ্রপাতে মো. রনি (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রনি আখাউড়া পৌর শহরের দূর্গাপুর ১ ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

সকালে ঈদুল ফিতরের নামাজ শেষে আখাউড়া খড়মপুর মাজার শরীফের কবরস্থান জিয়ারত করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। স্থানীয় কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন এ খবর জানিয়েছেন।

ঢাকা, ০৩ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//বিএসসি


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ