Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন

প্রকাশিত: ২ মে ২০২২, ২৩:১০

ছবি: সংগৃহীত

লাইভ প্রতিবেদক: সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এরমধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, বাউকোলা ও তালা উপজেলার ইসলামকাটি, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া, পাইকগাছা ও খলিল নগর এলাকার মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।

আজ (সোমবার) সকাল সাড়ে সাতটায় বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে সেখানে ঈদের জামাত আদায় করেন নারীসহ অন্তত ৬০ থেকে ৭০ জন মুসল্লি।

বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাব্বত আলী জানান, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা শুরু করেছি। শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি। আমরা অন্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি।

পাইকগাছা থেকে ঈদের নামাজ আদায় করতে আসা জিএম হাসান-বিন মাহমুদ জানান, আমরা ৩০টি রোজা রেখে আজ ঈদ পালন করছি। বিশ্বের বিভিন্ন দেশেও আজ ঈদ উদযাপন হচ্ছে। আমরা প্রতিবছর সৌদি আরবসহ অন্য দেশের সাথে মিল রেখে ঈদ উদযাপন করি। এরই ধারাবাহিকতায় এবারও অন্য দেশের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করলাম।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১৪ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে:
জেলার পাঁচ উপজেলার ১৪ গ্রামের প্রায় ৩ হাজার পরিবার এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর পালন করছেন। সোমবার (২ মে) সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এবং তিনি নিজেই ওই জামাতের ইমামতি করেন।

এছাড়াও সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মাঝি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটোয়ারী বাড়ির জামে মসজিদ সংলগ্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন ছিল।

শরিয়তপুরের নুরিয়া সুরেশ্বর দরবারের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়া জানান, আজ ভোলা জেলার ৫ উপজেলার ১৪ গ্রামের প্রায় ৩ হাজার পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে।

ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম। লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় ৩ হাজার পরিবার প্রতি বছর একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করেন।

জানা যায়, সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া ও মাইজ ভাণ্ডার শরিফের পীরের মুরিদ পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

সুরেশ্বর পীরের আরেক মুরিদ বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার হারুন অর রশিদ বলেন, ‘আমাদের মতে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলেই রোজা ও ঈদ পালন করা যায়। সে অনুযায়ী আমরা প্রতি বছর একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছি।’

ঢাকা, ০২ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ