Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১১ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সড়কেই ঝরে গেল মাহবুবার শিক্ষক হওয়ার স্বপ্ন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০৩:১৩

প্রতীকী ছবি

স্বপ্ন ছিল শিক্ষক হবেন। সেই লক্ষে লক্ষ্মীপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশও নেন মাহবুবা। কিন্তু পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা আর হলো না পথে কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটো মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায়িছেন মাহবুবা সুলতানা (২৬)। সেই সাথে সড়কেই ঝরে গেল তার শিক্ষক হবার স্বপ্ন।

শুক্রবার দুপুরে রামগঞ্জের পানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শাকিল ও মাহবুবুল আলম নামে দুই ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত মাহবুবা সুলতানা উপজেলার দেহলা গ্রামের ফিরোজ আলমের স্ত্রী। তবে আহত শাকিল টামটা এলাকার আব্দুল মালেকের ছেলে ও মাহবুবুল আলমের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, নিহত মাহবুবা শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। পরে পানপাড়া বাজার এলাকায় পৌঁছালে রামগঞ্জ থেকে লক্ষ্মীপুরগামী একটি মিনি কাভার্ডভ্যানের সাথে সিএনজিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন গুরুতর আহত হয়।

আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবা সুলতানাকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অটো ও কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালকরা পলাতক রয়েছে।

ঢাকা, ২২ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ